ঢাকা , বুধবার, মার্চ ১২, ২০২৫

আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন: গৌতম লাহিড়ী

মার্চ ১১, ২০২৫
রাজনীতি
আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন: গৌতম লাহিড়ী

ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন,সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন।

আজ মঙ্গলবার ( ১১ মার্চ) এক ফেসবুক পোস্টের মাধ্যমে সায়ের একথা জানান।

সায়ের তার পোস্টে আরো উল্লেখ করেন, তিনি দাবি করেছেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন।

গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে ভুল তথ্য প্রদান করার কথা না উল্লেখ করে সায়ের আরো জানান, তাহলে কি একারণেই ভারত সরকার বাংলাদেশীদের সেদেশের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে? কারণ ৪৫ হাজার তো কম সংখ্যা নয়। কলকাতা শহর ও আশেপাশের এলাকায় অলিতে গলিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিচরণ দেখতে পাওয়ার কথা। ভারত সরকারি কি তাদের সুরক্ষা দিতে চাইছে নাকি বাংলাদেশীরা সেদেশে গিয়ে পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের দেখে, যেন বাংলাদেশে জানাতে না পারে?

নাকি বিজেপি সরকার, তৃণমূল কংগ্রেসের দূর্গখ‍্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করতে, ইচ্ছাকৃতভাবে রাজ‍্যটির অর্থনীতি দূর্বল করছে? এটা নিশ্চিতভাবেই বলার অপেক্ষা রাখেনা যে প্রতিবছর ভারত সফরকারী ১৮-২০ লক্ষ বাংলাদেশীদের সিংহভাগের গন্তব্যই থাকে কলকাতা। এবং এই রাজ্যের অর্থনীতিতেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাহলে কি রাজ্যের অর্থনীতি দূর্বল করে, ২০২৬ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন টার্গেট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনঠাসা করতে চাইছে বিজেপি?