ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বাংলাদেশ সিরিজে খেলতে চান আফ্রিদি!

Jul ১৪, ২০২৪
খেলাধুলা
বাংলাদেশ সিরিজে খেলতে চান আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক : চার বছর পর পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজ থেকে শাহিন শাহ আফ্রিদি বাদ পড়ছেন বলে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। কারণ হিসেবে জানানো হয়– কোচের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি হিসেবে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

তবে কিছু কিছু সংবাদমাধ্যম বলছে ভিন্ন কথা। অন্য কারণে আসন্ন সিরিজে থাকছেন না আফ্রিদি। কারণ ওই সময় তিনি প্রথম সন্তানের বাবা হতে চলেছেন। তবে নতুন খবর, বাংলাদেশ সিরিজে খেলতে চাইছেন আফ্রিদি। জিও নিউজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সিরিজে খেলার ইচ্ছা প্রকাশ করেন স্বয়ং আফ্রিদি। আগামী ৬ আগস্ট বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্প শুরু হতে যাচ্ছে। সেই ক্যাম্পেও নাকি থাকছেন আফ্রিদি।

এদিকে পাকিস্তানের টেস্ট দলের হেড কোচ জেসন গিলেস্পিও আফ্রিদিকে বিশ্রাম দেয়ার ইঙ্গিত দেন। কয়েকদিন আগেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের হেড কোচ জেসন গিলেস্পি বলেছিলেন, ‘শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ সব সংস্করণ খেলে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অংশ নেয়। তারা সব ম্যাচ খেলতে পারে না। আমরা কম গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের বিশ্রাম দেওয়ার চেষ্টা করব।’

বেশ কয়েকটি সূত্র ক্রিকেট পাকিস্তানকে জানিয়েছে আফ্রিদির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি এজন্য তদন্ত চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের তদন্ত রিপোর্টে উঠে এসেছে পাকিস্তানের ক্রিকেটারদের শৃঙ্খলার অভাবের বিষয়টিও।
এনডিটিভিবিডি/১৪জুলাই/এএ