দেশজুড়ে তাপপ্রবাহ চলার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির আভাস দেখা দেওয়ার কথা বলেছে আবহাওয়া অফিস, যেটির প্রভাবে বাড়তে পারে বৃষ্টি।
এর আগেই শনিবার বেলা ১১টার দিকে ঢাকাসহ দেশের কিছু জায়গায় এক পশলা বৃষ্টির দেখা মিলেছে। এতে ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে।
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
আগেরদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমে রাজধানীবাসীকে ভুগতে হয়েছে।তবে শনিবার তাপপ্রবাহের বিস্তার কিছুটা কমেছে বলে জানান হাফিজুর রহমান।
বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
শুক্রবার সারাদেশের উপর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
এনডিটিভিবিডি/২২সেপ্টেম্বর/b