প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশজুড়েই বৃষ্টি ঝরেছে কয়েকদিন। তাপমাত্রাও কমে গেছে। তবে মৌসুমের এই সময়টা গরমকাল হওয়ায় বৃষ্টিপাত কম হচ্ছে। বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বেড়েছে। ফলে ফিরে এসেছে অস্বস্তিসহ গরম। এমন পরিস্থিতে থেকে সহসাই স্বস্তি মিলছে না। বর্ষাকাল শুরু হলে তবেই মিলবে মুক্তি।
এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বুধবার সন্ধ্যায় বলেন, ‘এখন জেষ্ঠ্য মাস চলছে। বৃষ্টি কম হওয়ায় ফলে গরম বেশি অনুভূত হয়। তবে এই সময়ে বাতাসে জলীয়বাষ্পের আধিক্য বেশি থাকায় বৃষ্টি হলেও গরম অনুভ’ত হয়।’
এই আবহাওয়াবিদ আরও বলেন, ‘এখন বাতাস দক্ষিণ দিক থেকে আসে। দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। ফলে এর উপর দিয়ে প্রবাহিত বাতাস জলীয়বাষ্প বহন করে নিয়ে আসে। বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি থাকায় বৃষ্টিপাত হয়। ফলে এই সময়ে বৃষ্টি হয়। কিন্তু বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থাকে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে।’
এছাড়া ভূপৃষ্ঠ তাপ শোষণ করে। ভূপৃষ্ঠের সংস্পর্শে বাতাসও গরম হয়। ফলে বেশি গরম অনুভূত হচ্ছে। বর্ষাকাল যখন শুরু হলে গরম কমবে বলেও জানান এই আবহাওয়াবিদ।
এদিকে আবহাওয়ার বুধবারের পূর্বাভাসেও তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার আভাস দেওয়া হয়েছে।
এনডিটিভি/পিআর