ঢাকা , বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫

বাউবি’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অক্টোবর ২১, ২০২৪
শিক্ষা
বাউবি’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ উন্মুক্ত  বিশ্ববিদ্যালয়ের ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে বাউবি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপিত হয়। ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক গবেষক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন সোমবার সকাল ১০ টায়  জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। দিবসের শুরুতে কোরআন তেলওয়াত এবং পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে র‌্যালীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাউবি’র কর্মকর্তা-কর্মচারী, সমন্বয়কারী, টিউটর, শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালীটি বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাস থেকে শুরু হয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়ক  প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অতিথিও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন কার্যক্রম, ই-লার্ণিং, দূরশিক্ষণ এবং অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা ও বাউবি’র শিক্ষাকার্যক্রম নিয়ে আঞ্চলিক পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। দুপুরে যোহরের নামাজের পর বাউবির সাফল্য কামনা করে এবং  বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের জন্য দোয়া করা হয়।   

বাউবি’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের র‌্যালীতে নেতৃত্ব দিচ্ছেন আঞ্চলিক পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন।

দেশেরএকমাত্র উন্মুক্ত ও দূরশিক্ষা নির্ভর এ বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বহুমুখী পন্থায় সারা দেশে উন্মুক্ত ও দূরশিক্ষণ এবং অনলাইনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীসহ গণমানুষের দোরগোড়ায় বাউবি‘রশিক্ষা সেবা পৌঁছে দিতেএবং দক্ষ জনশক্তি তৈরি ও মানবসম্পদ উন্নয়নে বাউবি নিরন্তর কাজ করে যাচ্ছে।

এনডিটিভিবিডি২১অক্টোবর/এএ