নিজস্ব প্রতিবেদক : দেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কাউন্সিলের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক সার্জারি সাবেক অধ্যাপক ডা. সাইফুল ইসলাম। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাফরুল্লাহ চৌধুরী এবং কোষাধ্যক্ষ হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৩ অক্টোবর (বুধবার) বেলা ১১টায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ৫২তম সাধারণ সভা সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় নির্বাচনের মাধ্যমে কাউন্সিলের নিম্নরূপ কমিটি গঠন করা হয়।
কার্যনিবাহী কমিটি-
সভাপতি-
১. অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম
পদবি: সাবেক অধ্যাপক, পেডিয়াট্রিক সার্জারি, বিএসএমএমইউ।
সহ সভাপতি-
২. ডা. মো. জাফরুল্লাহ চৌধুরী
পদবি: অধ্যক্ষ-কাম-অধ্যাপক (মাইক্রোবায়োলজি), ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, উত্তরা, ঢাকা।
৩. অধ্যাপক ডা: নাজমুল হোসেন।
পদবি: মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
৮. ডা: হারুন আল রশিদ
পদবি:- অধ্যাপক (অ্যানেসথেসিওলজি), আজীবন সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।
৫. অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক
পদবি:- অধ্যক্ষ, ইবনে সিনা মেডিকেল কলেজ, ঢাকা।
৬. অধ্যাপক তাজকিনা আলী।
পদবি:- চেয়ারপারসন, ফিজিওলজি বিভাগ, বিএসএমএমইউ।
৭. অধ্যাপক ডা: পরিমল চন্দ্র মল্লিক
পদবি:- অধ্যক্ষ ও অধ্যাপক (ডেন্টাল রেডিওলজি) ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা।
স্থায়ী স্বীকৃতি প্রদান কমিটি-
চেয়ারম্যান-
১. ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী (চেয়ারম্যান)
পদবি: পরিচালক কাম-অধ্যাপক (কার্ডিওলজি), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরে-বাংলা নগর, ঢাকা।
অন্যান্য সদস্য-
২. ডা. এম এস আরেফিন
পদবি: অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা।
৩. অধ্যাপক ডা. মাহমুদ হোসেন
পদবি: অধ্যাপক, পেডিয়াট্রিক্স, মুন্নু মেডিকেল কলেজ, মানিকগঞ্জ।
৪. ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
পদবি: সহযোগী অধ্যাপক (ইউরোলজি), শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
৫. ডা. এ কে এম কবির আহমেদ
পদবি: মহাসচিব, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।
শৃঙ্খলা কমিটি -
চেয়ারম্যান-
১. অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান
পদবি: ভাইস-চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।
অন্যান্য সদস্য-
২. ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)
পদবি: প্রাক্তন সভাপতি, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ), মিরপুর।
৩. অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী
পদবি: সাবেক অধ্যক্ষ, সিলেট উইমেনস মেডিকেল কলেজ, সিলেট।
৮. ডা: মো: মাজহারুল শাহীন
পদবি: অধ্যক্ষ ও অধ্যাপক (ইএনটি), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
৫. ডা. এস এম সালাহউদ্দিন আল আজাদ
পদবি : অধ্যাপক (প্রন্থোডন্টিক্স), মেন্ডি ডেন্টাল কলেজ, ঢাকা।
জার্নাল কমিটি-
চেয়ারম্যান
১. অধ্যাপক সাইফ উলাহ মুন্সী
পদবি: অধ্যাপক, ভাইরোলজি বিভাগ, বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা।
অন্যান্য সদস্য-
২. ড. ফিরদৌসী কাদরী
পদবি: সিনিয়র সায়েন্টিস্ট, আইসিডিডিআরবি।
৩. অধ্যাপক ডা. মো: কামরুল আলম
পদবি : অধ্যক্ষ ও অধ্যাপক (থোরাসিক সার্জারি), ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা
৪. ডা. জিয়াউল ইসলাম (পরিচালক, নিপসম)
পদবি: পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন
৫. অধ্যাপক ডা: আবু খুলদুন আল মাহমুদ
পদবি : অধ্যাপক (বায়োকেমিস্ট্রি), ইবনে সিনা মেডিকেল কলেজ, ঢাকা।
ভবিষ্যৎ সঞ্চয় তহবিল-
ডা. মো. জিন্নুরাইন
পদবি: সহযোগী অধ্যাপক (চক্ষু বিভাগ), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
প্রসঙ্গত, এর আগে ২০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুনর্গঠিত বিএমডিসি কাউন্সিলের সভা ২৩ অক্টোবর সকাল ১১ টায় সিরডাপে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সদস্যরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ নির্বাচন ও বিভিন্ন কমিটি গঠন করেন।
এনডিটিভিবিডি/২৫অক্টোবর/এএ