নিজস্ব প্রতিবেদক : এবারের বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রান করলেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ হাসান তামিম। আজ ২২ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলার পথে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। খুব স্বাভাবিকভাবেই তিনি এখন বিপিএলের টপ স্কোরার।
১০ ম্যাচে ১০ ইনিংস ব্যাট করে তানজিদ তামিমের সংগ্রহ এখন ৪২০। ২ ম্যাচ আগে সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলেছেন এ বাঁহাতি ওপেনার। সেটাই এবারের বিপিএলে তার একমাত্র শতক। সেই সাথে সবচেয়ে বড় ইনিংসও।
ওপেনার হিসেবে গড়টা মন্দ নয়, ৪৬.৬৬। বরাবর হাত খুলে খেলতে পছন্দ করা তানজিদ তামিমের স্ট্রাইকরেটও বেশ ভালো, ১৪৩.৮৩। আজকের ৯০ রানের ইনিংসটিসহ এবারের বিপিএলে তার হাফসেঞ্চুরি ৩টি।
রান তোলায় নিজ দলের লিটন দাস (৩৪৮) এবং দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়ই (৩৪৫) তানজিদ তামিমের প্রধান প্রতিপক্ষ। এ ম্যাচের আগে বিজয়ের পর রান তোলায় দ্বিতীয় স্থানে ছিলেন তামিম। আজ এক ম্যাচে ৯০ করেই টপকে গেছেন বিজয়কে।
রান তোলায় সবার ওপরে জায়গা করে নেওয়াই শেষ কথা নয়। এবারের আসরে সবচেয়ে বেশি ২৯ ছক্কাও এসেছে তানজিদ তামিমের ব্যাট থেকে।
প্রায় সোয়া চারশো রান করে ফেলা তানজিদ তামিমের সামনে আছে ৫০০ রান করার সুবর্ণ সুযোগ। আর মাত্র ৭৯ রান করলেই ৫০০ পূর্ণ হবে তানজিদ তামিমের।
বিপিএলের ইতিহাসে এক আসরে ৫০০ বা তার বেশি রান করার কীর্তি আছে কেবল দুজনের। ২০২২-২৩ আসরে নাজমুল হোসেন শান্ত করেছিলেন ৫১৬ রান, তার আগে ২০১৯ মৌসুমে ৫৫৮ এসেছিল দক্ষিণ আফ্রিকান রাইলি রুশোর ব্যাট থেকে।
তানজিদ হাসান তামিমকে ইতিহাস গড়তে হলে করতে হবে ৫৫৯ রান। আর দরকার ১৩৯ রান। ঢাকা ক্যাপিটালস অধিনায়ক কি পারবেন? যেমন ছন্দে আছেন, সেটা অসম্ভব নয়।
তবে সমস্যা হলো, তার দলের অবস্থা পয়েন্ট টেবিলে তেমন ভালো না। আজ চিটাগাং কিংসের সাথে পাওয়া ৮ উইকেটের জয়সহ ৩ জয়ে তানজিদ তামিমের দলের পয়েন্ট ৬। ঢাকা পর্বে আরও দুটি ম্যাচ বাকি ঢাকা ক্যাপিটালসের। সেই ২ ম্যাচ জিতলেও ঢাকা ক্যাপিটালস নক আউট পর্বে যেতে পারবে কিনা, সন্দেহ।
যদি ঢাকা ক্যাপিটালস শেষ চারে পৌঁছাতে পারে, কেবল তখনই তানজিদ তামিমের ভাগ্যে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ থাকবে। অন্যথায় আর ২ ম্যাচ খেলেই হয়তো এবারের মত থামতে হবে ফর্মের চুড়োয় থাকা বাঁহাতি ওপেনারের।
তামিম শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবেন? বিপিএল ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে এক আসরে ৫০০ ছাড়াবেন? নাকি ছাড়িয়ে যাবেন রাইলি রুশোর রেকর্ডও। উত্তরটা সময়ের হাতেই তোলা থাক!
এনডিটিভিবিডি/২২জানুয়ারি/এএ