ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বিস্ময় জাগানো পারফরম্যান্সে বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন জয়সওয়াল

মার্চ ০৭, ২০২৪
খেলাধুলা
বিস্ময় জাগানো পারফরম্যান্সে বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন জয়সওয়াল

২২ বছর বয়সেই টেস্টে বিস্ময় জাগানো পারফরম্যান্স দেখাচ্ছেন জশস্বী জয়সওয়াল। ৮ টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে ৩টি করে সেঞ্চুরি আর হাফসেঞ্চুরি। এর মধ্যে দুটি আবার ডাবল সেঞ্চুরি!

২০২৩ সালের জুলাইয়ে অভিষেক হওয়ার পর মাত্র ১৬তম টেস্ট ইনিংস গেছে জয়সওয়ালের। এরই মধ্যে এক হাজার রান করে ফেলেছেন।

হাজারি ক্লাবে নাম লেখানোর সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন জয়সওয়াল।

বিনোদ কাম্বলির পর ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্ট দ্বিতীয় দ্রুততম হাজার জয়সওয়ালের। কাম্বলির লেগেছিল ১৪ ইনিংস, জয়সওয়ালের ১৬টি।

৩০ বছরে দ্রুততম এক হাজার টেস্ট রান করার রেকর্ডটি জয়সওয়ালের। সর্বকালের রেকর্ডে তিনি চতুর্থ দ্রুততম।

ভারতীয় ওপেনার হিসেবে দ্রুততম হাজারি ক্লাবে ঢোকা ব্যাটার এখন জয়সওয়াল। তার আগে এই রেকর্ডটি ছিল রোহিত শর্মার। রোহিতের লেগেছিল ১৭ ইনিংস।

টেস্টের সংখ্যা হিসেবে জয়সওয়ালের চেয়ে দ্রুততম এক হাজার রান করতে পেরেছেন কেবল অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। ব্র্যাডম্যান সপ্তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন আর জয়সওয়াল করলেন নবম টেস্টে।