নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার ব্রিজবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফির (বিজিটি) তৃতীয় টেস্টের জন্য একদিন আগেই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন জশ হ্যাজেলউড।
পার্থে সিরিজের প্রথম টেস্টে বাড়তি বোলিংয়ের কারণে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছিলেন হ্যাজেলউড। যে কারণে অ্যাডিলেইডে খেলতে পারেননি। তার পরিবর্তে দিবা রাত্রির গোলাপি বলের টেস্টে খেলেছিলেন আরেক ডানহাতি পেসার স্কট বোল্যান্ড।
হ্যাজেলউডের জায়গায় সুযোগ পেয়ে দারুণ খেলেছেন বোল্যান্ড। ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারানোর ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৫ উইকেটে। কিন্তু হ্যাজেলউড দলে ফেরায় ভালো পারফর্ম করেও বেঞ্চে বসতে হচ্ছে বোল্যান্ডকে।
একাদশ ঘোষণার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানান, কোনো ধরনের অস্বস্তি নেই হ্যাজেলউডের। ব্রিজবেনে দলের জন্য ভালো কিছু উপহার দিতে প্রস্তুত তিনি।
কামিন্স বলেন, ‘গতকাল (বৃস্পতিবার) সে (হ্যাজেলউড) খুব ভালো বোলিং করেছে। কয়েকদিন আগে অ্যাডিলেইডেও নেটে ভালো বোলিং করেছে। সে ও তার মেডিকেল টিম সত্যিই আত্মবিশ্বাসী।’
অন্যদিকে হ্যাজেলউডের ফেরাটা বোল্যান্ডের কাছে দারুণ আক্ষেপের। বিষয়টি অনুভব করে ডানহাতি পেসারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন কামিন্স।
কামিন্স বলেন, ‘সত্যিই বোল্যান্ডের পক্ষে কঠিন এটা মেনে নেওয়া। অ্যাডিলেইডে খুব ভালো বল করেছে সে। দুঃখের বিষয়, গত দেড় বছর ধরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি বোল্যান্ড। কিন্তু যখনই খেলেছে, ভালো খেলেছে। তবে এই সিরিজে পরের ম্যাচগুলোতে খেলার সুযোগ পেতেও পারে।’
বিজিটি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় আছে ভারত ও অস্ট্রেলিয়া। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ২০ মিনিটে গাবা স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ : উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।
এনডিটিভিবিডি/১৩ডিসেম্বর/এএ