ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ছোটনের দলের জয় অব্যাহত

মে ০৬, ২০২৪
খেলাধুলা
ছোটনের দলের জয় অব্যাহত

জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন এখন আর্মি স্পোর্টস দলের কোচ। প্রথমবারের মতো নারী লিগে অংশ নেয়া দলটি প্রথম দুই ম্যাচই জিতেছে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে ছোটনের দল।

ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে আর্মি। ৩৩ মিনিটে নওশন জাহান ও ৮৯ মিনিটে মমিতা খাতুন একটি করে গোল করেন। ফরাশগঞ্জ ম্যাচ হারলেও ম্যাচে ভালো পারফরম্যান্সই করেছে। তবে শেষ পর্যন্ত ছোটনের দল সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

কমলাপুর স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সদ্য পুষ্করণী ও সিরাজ স্মৃতির মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হয়। আর্মির কাছে হারা আতাউর রহমান ভূইয়া গতকাল ৪-০ গোলে ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে জিতেছে। সাগরিকার হ্যাটট্রিকের পাশাপাশি শাহেদা আক্তার রিপা এক গোল করেন। গতকাল ম্যাচটি রাত নয়টার পর শেষ হলেও বাফুফে মিডিয়া বিভাগ সেই ফলাফল প্রেরণ করেছিল মধ্যরাতে।

এনডিটিভি/পিআর