ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

চোর ধরিয়ে দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলা

অক্টোবর ৩১, ২০২৪
বাংলাদেশ
চোর ধরিয়ে দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলা

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চোর ধরিয়ে দেওয়ায় স্থানীয় এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউপির ধরমন্ডল গ্রামের কাদিরাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। 

আহত ওই বিএনপি নেতার নাম জাহিদ মিয়া। তিনি উপজেলার ধরমন্ডল ইউপির ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি। এ ছাড়াও তিনি ধরমন্ডল ইউপি সদস্য। 

জানা যায়, আনুমানিক তিন মাস আগে ধরমন্ডল গ্রামের শফিক মিয়ার ছেলে রুবেল মিয়াকে একটি ছাগল চুরির ঘটনায় সন্দেহজনকভাবে আটক করে স্থানীয়রা। পরে ইউপি সদস্য জাহিদ মিয়া শালিসের জন্য রুবেলকে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে গেলে শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। পরবর্তীতে এরই জের ধরে বুধবার ইউপি সদস্য জাহিদ মিয়ার ওপর হামলা করে শফিক মিয়া ও তার লোকজন। 

হামলার শিকার জাহিদ মিয়া বলেন, ছাগল চোরদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরা আমার ওপর হামলা করেছে। আজকে আমি একটা কালভার্টের কাজ দেখার জন্য কাদিরাবাড়ি এলাকায় গেলে কুদ্দুস মুন্সীর ছেলে শফিক মিয়ার নেতৃত্বে তার ৫ ছেলেসহ ৭-৮ জনের একটি দল আমার ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। পরবর্তীতে স্থানীয়রা আমাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়।

ধরমন্ডল ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, একটা ছাগল চুরি নিয়ে যাচাই-বাছাইয়ের জন্য জাহিদ মেম্বার শফিকের ছেলেকে আটক করেছিল। পরে বিচার শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছিল। এরই জেরে শফিক ও তার লোকজন মিলে জাহিদ মেম্বারের ওপর অতর্কিতভাবে হামলা করেছে। এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।

নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের জানান, ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এনডিটিভি/এলএ