ঢাকা , মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

চট্টগ্রামে প্রথমবারের মতো ২ জনের জিকা ভাইরাস শনাক্ত

Jul ০৮, ২০২৫
স্বাস্থ্য
চট্টগ্রামে প্রথমবারের মতো ২ জনের জিকা ভাইরাস শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রামে প্রথমবারের মতো ২ জনের শরীরে জিকাভাইরাস শনাক্ত হয়েছে। এক পুরুষ ও এক নারীর শরীরে মশাবাহিত ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। দুজনেরই বয়স ৪২ বলে জানানো হয়।

সোমবার (৭ জুলাই) চট্টগ্রাম নগরের বেসরকারি ল্যাবে এপিক হেলথ কেয়ারে নমুনা পরীক্ষায় জিকা ভাইরাসের প্রাথমিক অস্তিত্ব শনাক্ত হয়।

আক্রান্ত পুরুষের জ্বর, শরীর ব্যথা ও শরীর লালচে হওয়া এবং আক্রান্ত নারীর জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়া উপসর্গ রয়েছে।

যে দু’জনের শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব মিলেছে তারা হলেন-মো. জাবেদ (৪২) ও রিফাত আরা (৪২)। চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ওয়ালিউল্লাহ ও মো. নুরুন্নবী তাদের ব্যক্তিগত চেম্বার থেকে রোগী দু’জনকে পরীক্ষার জন্য এপিক হেলথ কেয়ারে পাঠান। সেখানে গতকাল (সোমবার) রাতে রিপোর্টে জিকার অস্তিত্ব মেলে। পরে বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, বেসরকারি এপিক হেলথ কেয়ার ল্যাবে পরীক্ষায় সোমবার রাতে দু’জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, তারা ইপিক হেলথকেয়ারের ল্যাবে পরীক্ষা করান। সেখানে রোগীদের রক্তে জিকা ভাইরাসের অস্তিত্বের প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। তবে যেহেতু এটি একটি কম্বাইন কিটের মাধ্যমে করা হয়েছে, যা একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়। তাই চূড়ান্ত নিশ্চিতকরণে আরও কিছু পরীক্ষা প্রয়োজন।

জানা গেছ, বাংলাদেশে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় ২০১৪ সালে। তবে এবারই প্রথম চট্টগ্রামে এই রোগ শনাক্ত হলো, যা স্থানীয়ভাবে জনস্বাস্থ্য সতর্কতার বিষয় হয়ে উঠেছে। জনসাধারণকে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এনডিটিভিবিডি/০৮জুলাই/এএ