ঢাকা , মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

ফিরলেন তাসকিন, একাদশে আছেন শান্ত

Jul ০৮, ২০২৫
খেলাধুলা
ফিরলেন তাসকিন, একাদশে আছেন শান্ত

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগার একাদশে এসেছে এক পরিবর্তন। হাসান মাহমুদের পরিবর্তে দলে ফিরেছেন তাসকিন আহমেদ।

ওয়ার্কলোড বিবেচনায় দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে রাখা হয়েছিল পেসার তাসকিনকে। তবে সিরিজ জয়ের মিশনে শেষ ওয়ানডেতে টাইগার একাদশে ফিরেছেন ডানহাতি গতি তারকা।
অন্যদিকে অফফর্মের কারণে দ্বিতীয় ওয়ানডে থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। তৃতীয় ম্যাচেও তাকে বিবেচনা করা হয়নি। যদিও গতকাল সোমবার অনুশীলনে দেখা গিয়েছিল উইকেটরক্ষক ব্যাটারকে।

আশঙ্কা ছিল নাজমুল হোসেন শান্তকে নিয়ে। কেননা দ্বিতীয় ওয়ানডে খেলার সময় উরুতে চোট পেয়েছিলেন তিনি। ফিল্ডিং পর্বও সম্পন্ন করতে পারেননি। যে কারণে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো শেষ ওয়ানডেতে শান্তকে পাবে না বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত শান্তকে নিয়েই একাদশ সাজিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

অন্যদিকে লঙ্কানদের একাদশে কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় ওয়ানডের হুবহু একাদশ নিয়ে খেলছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়াল্লাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো।

এনডিটিভিবিডি/০৮জুলাই/এএ