মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী ও আইনজীবীসহ ১৮৭ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে কোতোয়ালি থানার বাসিন্দা কফিল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় আসামিদের পরিকল্পিত হামলায় তিনি আহত হন। মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ও সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এনডিটিভি/এলএ