নিজস্ব প্রতিবেদক : নিয়োগের এক দিনের মাথায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইলাহী দাদ খানের নিয়োগ বাতিল করেছে অন্তর্র্বতীকালীন সরকার। মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে তার এ নিয়োগ বাতিলের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে, ঠিক কী কারণে তার নিয়োগ বাতিল করা হয়েছে তা জানানো হয়নি।
এর আগে, গতকাল সোমবার খাদ্য ক্যাডারের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে দুই বছরের চুক্তিতে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
ইলাহী দাদ খান জেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এনডিটিভিবিডি/০১অক্টোবর/এএ