নিজস্ব প্রতিবেদক : ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। এই সিরিজ শেষে খুব বেশি দিন বিশ্রামের সুযোগ পাবে না তারা। চলতি মাসেই ইংল্যান্ড সফরে যাবে লঙ্কানরা। ইংলিশদের বিপক্ষে টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী নিসালা থারাকার। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকায় পেসার মিলান রাত্নায়েকেও।
লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন পাথুম নিসাঙ্কা। ভারতের বিপক্ষে চলমান সিরিজে দারুণ পারফরম্যান্সে দীর্ঘ সময় পর লাল বলের দলে ফিরেছেন লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেও।
আগামী ২১ অগাস্ট ম্যানচেস্টারে শুরু হবে প্রথম টেস্ট। লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরু ২৯ অগাস্ট। ৬ সেপ্টেম্বর থেকে শেষ টেস্ট হবে দা ওভালে।
শ্রীলঙ্কা টেস্ট দল:
ধানাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসাল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ কারুনারাত্নে, নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রামা, আসিথা ফার্নান্দো, ভিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নিসালা থারাকা, প্রাবাথ জায়াসুরিয়া, রামেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রাত্নায়েকে।
এনডিটিভিবিডি/০৭আগস্ট/এএ