ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কিম জং উন সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ

মে ০৩, ২০২৪
আন্তর্জাতিক
কিম জং উন সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন তার ‘প্লেজার স্কোয়াড’ এর জন্য প্রতি বছর ২৫ কুমারীকে বেছে নেন। দেখতে আকর্ষনীয় এবং রাজনৈতিকভাবে কিমের প্রতি অনুগত্য আছে এমন তরুণীদের বেছে নেয়া হয়। কিম জং উন সম্পর্কে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন দেশটি থেকে পালিয়ে আসা এক তরুণী ইওনমি পার্ক। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিররের বরাতে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

তিনি আরও বলেন, তাকেও কিমের ‘প্লেজার স্কোয়াড’-এর জন্য দুবার প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছিল কিন্তু তার নিচু পারিবারিক অবস্থার কারণে তিনি চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হননি।

পার্ক আরও জানিয়েছেন, সুন্দরী মেয়েদের খুঁজে বের করতে তারা প্রতিটি শ্রেণিকক্ষের পাশাপাশি স্কুলের মাঠে পর্যন্ত দাঁড়িয়ে থাকে। কয়েকজন সুন্দরী মেয়ে পেয়ে গেলে প্রথমেই তারা তাদের পারিবারিক অবস্থা এবং তাদের রাজনৈতিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেয়া শুরু করে। 

উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা অথবা দক্ষিণ কোরিয়া বা অন্য দেশে আত্মীয়-স্বজন আছে এমন কোনো মেয়েকে তারা নির্বাচিত করে না, বাতিল করে দেয়।

তিনি আরও দাবি করেন, নির্বাচিত মেয়েরা কুমারী কিনা তা নিশ্চিত করার জন্য ডাক্তারি পরীক্ষা করানো হয়। এ সময়, একটি ছোট দাগ ধরা পড়লেও তাকে অযোগ্য বলে বাতিল করা হয়। কঠোর পরীক্ষার পর, উত্তর কোরিয়া জুড়ে শুধুমাত্র কয়েকজন মেয়েকে পাওয়া যায় যাদেরকে পিয়ংইয়ং পাঠানো হয় স্বৈরশাসকের কামনা পূরণ করার জন্য।

স্কোয়াডের মেয়েদেরকে তিনটি দলে ভাগ করা হয়। একটি দল বডি ম্যাসেজের জন্য এবং অন্যটি গান ও নাচের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে। তৃতীয় গোষ্ঠীকে স্বৈরশাসক এবং অন্যান্য পুরুষদের সঙ্গে যৌন ঘনিষ্ঠ হতে হয়। সবচেয়ে আকর্ষনীয় মেয়েদের রাখা হয় স্বৈরশাসকের জন্য। বাকিদের তার অধিনস্ত জেনারেল ও রাজনীতিবিদদের মনোরঞ্জন করতে হয়। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্কোয়াডের সদস্যদের বয়স ২০ বছরের মাঝামাঝি হয়ে গেলে তাদের বাদ দেয়া হয়। তখন তাদের মধ্যে কেউ কেউ  নেতাদের দেহরক্ষীদের বিয়ে করে ফেলে।