শনিবার (৪ মে) জিরোনা নিজেদের ঘরের মাঠে শক্তিশলী বার্সেলোনাকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। বার্সেলোনার এই হারে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ৩৬তম লিগ শিরোপা নিশ্চিত হয়েছে। এদিন প্রতিপক্ষের মাঠে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও রবার্ট লেভানদোভস্কির গোলে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত বড় হার দেখেছে বার্সা। ক্রিস্টিয়ান পর্তু জিরোনার পক্ষে জোড়া গোল করেন। এছাড়া আরতেম দোভিয়াক ও মিগুয়েল গুতিয়েরেজ বাকি দুই গোল করেন।
এনডিটিভি/পিআর