ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মাগুরায় সেনাবাহিনীর সহযোগিতায় টাস্কফোর্সের অভিযান

নভেম্বর ০৫, ২০২৪
বাংলাদেশ
মাগুরায় সেনাবাহিনীর সহযোগিতায় টাস্কফোর্সের অভিযান

দেশজুড়ে ডেস্ক: মাগুরায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সেনাবাহিনীর সহযোগিতায় শহরের একতা কাঁচা বাজার ও পুরাতন বাজার এলাকায় টাস্কফোর্সের অভিযানে কমিটির সদস্যরা নানা অনিয়মের কারণে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা, বেশি দামে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন  প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পলিথিনের ব্যবহার নিষিদ্ধের বিষয়ে অবগত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, মাগুরা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন শাহরিয়ার হক, জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুনুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক প্রকাশ চন্দ্র সরকারসহ জেলা কৃষি বিপণন অফিস, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা।

সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, আমরা দেখছি প্রত্যেক ব্যবসায়ীর ক্রয় ভাউচার আছে কিনা, যে মূল্যে তারা বিক্রি করছে, সেই বিক্রয় তালিকা আছে কিনা। মূল্য তালিকার সঙ্গে কারো যদি কোনো অসামঞ্জস্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুনুল হাসান বলেন,  বাজারে মূল্য তালিকার সাথে অসংগতি পাওয়ায় দুটি আড়ত মালিককে এবং বেশি দামে ডিম বিক্রয় করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে টাস্কফোর্সের এ অভিযান অব্যাহত থাকবে।

 

এনডিটিভি/এলএ