ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মালয়েশিয়ায় রিতুর রৌপ্য, সেমিফাইনালে জহির

Jun ১৪, ২০২৪
খেলাধুলা
মালয়েশিয়ায় রিতুর রৌপ্য, সেমিফাইনালে জহির

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের ৬ জন অ্যাথলেট। আজ পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইজাম্প ইভেন্টে রৌপ্য পদক জেতেন রিতু আক্তার।

নারীদের হাইজাম্প ইভেন্টে ১০ দেশের ১৫ জন অ্যাথলেট অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের রিতু দ্বিতীয় হয়েছেন। তিনি ১.৭৫মিটার লাফিয়ে এ পদক অর্জন করেছেন। এই ইভেন্টে তিনি জাতীয় রেকর্ডধারী।

মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে স্প্রিন্টার জহির রায়হানও পদকের আশা জাগিয়েছেন। ২০০মিটার ইভেন্টের ৩য় হিটে মোঃ জহির রায়হান ২২.২৬ সে. সময় নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

আজ বিকালে ফাইনালে ওঠার লড়াই। ২০০ ও ৪০০ মিটার একই সময় হওয়ায় জহির ৪০০ মিটার থেকে নাম প্রত্যাহার করছেন। এশিয়ান ইনডোর গেমসে পদক জয়ী হাইজাম্পার মাহফুজুর রহমানও এই টুর্নামেন্টে খেলছেন। তার ইভেন্ট আগামীকাল।
এনডিটিভিবিডি/১৪জুন/এএ