ঢাকা , বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

নবম ‘শাহ সিমেন্ট ও একেএস কাপ গলফ টুর্নামেন্টের - পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জানুয়ারী ২০, ২০২৪
খেলাধুলা
নবম ‘শাহ সিমেন্ট ও একেএস কাপ গলফ টুর্নামেন্টের - পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: তিন দিনব্যাপী নবম ‘শাহ সিমেন্ট ও একেএস কাপ গলফ টুর্নামেন্টের ২০২৪’ উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মহতি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিন দিনব্যাপি এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ মোট ৬৫০ জন গলফার অংশ নেন।
টুর্নামেন্টে গঙ্গোম্বো টুভশিনটুগস উইনার, রইস উদ্দিন সিদ্দিকি রানার আপ এবং মিসেস ফাতেমা মতিউর লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, স্পন্সররা, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তির্রা, খেলোয়াড়রা, এবং গণমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন।
এনডিটিভিবিডি/২০জানুয়ারি/এএ