ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

অস্ট্রেলিয়া সফরে এইচপির হেড কোচ কোরে কোলিমোর

Jul ১০, ২০২৪
খেলাধুলা
অস্ট্রেলিয়া সফরে এইচপির হেড কোচ কোরে কোলিমোর

নিজস্ব প্রতিবেদক:  মাঝে ক্রিকেট পাড়ায় খবর চাওর হয়ে গিয়েছিল যে, হাই পারফরমেন্স ইউনিটের প্রধান কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ান নাথান হরিৎজ। কিন্তু শেষ খবর, এ অসি কোচ এইচপির সাথে অস্ট্রেলিয়া সফরে যেতে পারছেন না।

তার পরিবর্তে ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব পালন করবেন ওয়েষ্ট ইন্ডিয়ান কোরে কোলিমোর।

আজ বুধবার দুপুরে হাই পারফরমেন্স ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্জয় জানান, ‘আমরা একজন হেড কোচকে কনফার্ম করেছিলাম অস্ট্রেলিয়ান ন্যাথান হরিৎজ। কিন্তু ওর বাবা অসুস্থ হয়ে পড়ার কারণে একেবারে শেষ মুহূর্তে সে আসতে পারেনি। যার কারণে আমরা আমাদের যে বোলিং কোচ ছিল (কলিমোর) তিনিই হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।’
এনডিটিভিবিডি/১০জুলাই/এএ