স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হয়েই মহা বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড জবাব দিতে নেমে সংগ্রহ করেছে ৩৭১ রান। সুতরাং, প্রথম ইনিংসেই ইংল্যান্ডের চেয়ে ২৫০ রান পিছিয়ে পড়েছে ক্যারিবীয়রা। হয়তো বা এই রানে পিছিয়ে পড়ে ইনিংস পরাজয়ও হতে পারে তাদের।
লর্ডস টেস্টে প্রথম দিনই ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে স্বাগতিক ইংল্যান্ড। জেমস এন্ডারসনের বিদায়ী সিরিজ তাকে দু’হাত ভরে উপহার দিতেই যেন পণ করে নেমেছে ইংলিশরা।
দ্বিতীয় দিনে এসে ইংলিশ ব্যাটাররা চেষ্টা করে লিড কত বাড়িয়ে নেয়া যায়। জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ- এই ৫ ব্যাটারের ব্যাট থেকে এসেছে পঞ্চাশোর্ধ রান। তবে কেউ সেঞ্চুরির দেখা পাননি।
সর্বোচ্চ ৭৬ রান করেছেন জ্যাক ক্রাউলি। জেমি স্মিথ করেন ৭০ রান। জো রুটের ব্যাট থেকে এসেছে ৬৮ রান। ৫৭ রান করেন ওলি পোপ। হ্যারি ব্রুক আউট হন ৫০ রান করে।
শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামে ৯০ ওভারে ৩৭১ রানে। জাইডেন সিলস ৭৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন জেসন হোল্ডার এবং গুদাকেশ মোতি।
২৫০ রানে পিছিয়ে পড়ে ব্যাট করতে নেমে আবারও বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৭ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে যান ক্রেইগ ব্র্যাথওয়েট। ২৬ বলে ৪ রান করেন তিনি।
কার্ক ম্যাকেঞ্জি ব্যাট করতে নেমে কোনো রানই করতে পারেননি। ৯ বল খেলে বেন স্টোকসের বলে এলবিডব্লিউ হয়ে যান কোনো রান না করেই।
এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০। ১২ রান নিয়ে মিকাইল লোইস এবং ১২ রান নিয়ে ব্যাট করছেন অ্যালিস অ্যাথানাজে।
এনডিটিভিবিডি/১১জুলাই/এএ