ঢাকা , সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

প্রত্যেকটি মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে: প্রধান বিচারপতি

মে ২২, ২০২৪
বাংলাদেশ
প্রত্যেকটি মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে: প্রধান বিচারপতি

প্রত্যেকটি মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, এটি তাদের সাংবিধানিক অধিকার।

বুধবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জ (বিশ্রামাগার) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীরা যখন বিচারাঙ্গনে আসেন তখন তারা বসার কোনো স্থান পান না। ফলে এদিক সেদিকে ঘোরাঘুরি করেন। সেজন্য সরকার এবং আমাদের সাবেক প্রধান বিচারপতি বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখেছেন। বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘবের জন্য আজকে এই ন্যায়কুঞ্জ (বিশ্রামাগারটি) চালু হলো।

এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, মোস্তফা জামান ইসলাম, কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আলমগীর কবির, জেলা প্রশাসক সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলামসহ বিচারক, আইনজীবী, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনডিটিভি/পিআর

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ