ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

পূজা: বিয়ের পর সংসারে মনোযোগী হবো , সিনেমাকে বিদায় জানাবো

জানুয়ারী ০৬, ২০২৪
বিনোদন
পূজা: বিয়ের পর সংসারে মনোযোগী হবো , সিনেমাকে বিদায় জানাবো

এনডিটিভিবিডি ডেস্ক:  মাত্র ১৪ বছর বয়সে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। ঢালিউডের সম্ভাবনাময় এই নায়িকার অভিনয়জীবনের শুরুতে মুক্তি পাওয়া পরপর তিন সিনেমা “পোড়ামন ২”, “দহন” ও “নূরজাহান” ব্যাপক সাড়া ফেলে। ২০২৩ সালে তার একটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

নতুন বছরে নির্বাচনের পর তার কাজের খবর জানাবেন তিনি। নতুন বছরেও তিনি সিনেমাতেই থাকতে চান। নতুন কিছু ভালো ভালো কাজে যুক্ত হবেন তিনি।

চিত্রনায়ক শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে একাধিকবার প্রেমের গুঞ্জন রটেছে পূজার। তবে সেসব গুঞ্জন আবারও তলিয়ে গেছে। নতুন বছরে প্রেমে-বিয়ে প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, “আমি আগেও বলেছি, এখনো বলছি বিয়ের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নেব না। আমার মা-বাবা যেহেতু আমার অভিভাবক, সুতরাং বিয়ের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে আমার কোনো পরিকল্পনা নেই।”

বিয়ের পর অভিনয়কে বিদায় জানাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, “অনেকবার বলেছি, সংসারও অভিনয় একসঙ্গে করা আমার কঠিন হয়ে উঠবে। তাই আমি যখন বিয়ে করব, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনে আর দেখা যাবে না। সংসারজীবনে মনোযোগী হবো।”

এনডিটিভিবিডি/০৬জানুয়ারি