টানা একমাস দাবদাহের পর স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে রাজধানী ঢাকায়। কমে এসেছে তাপমাত্রা। ঢাকার এয়ারপোর্ট এলাকায়, বনশ্রী, রামপুরা, গেন্ডারিয়া, টঙ্গী, নিকুঞ্জ, মালিবাগ, রামপুরা, মধ্যবাড্ডা, গুলশান থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে কমে এসেছে পুরো ঢাকার তাপমাত্রা। দীর্ঘদিন পর অস্বাভাবিক গরম থেকে রেহাই পেলো ঢাকাবাসী।
আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী ও খুলনা জেলাগুলোর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের অন্য এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গায় হতে প্রশমিত হতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়, দেশের পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশে অন্য এলাকার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শনিবারের পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায় ২৭ মিলিমিটার। এদিকে, রাঙ্গামাটিতে ২২, কক্সবাজারে ১১, সীতাকুণ্ডে ৮, ফেনীতে ৭, বান্দরবান ও মাইজদীকোর্টে ৪, সিলেটে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সামান্য বৃষ্টি হয়েছে রংপুর দিনাজপুর ও নেত্রকোনায়।
চুয়াডাঙ্গা বাদে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০ ডিগ্রির ওপরে থাকা স্থানগুলো হচ্ছে- ঈশ্বরদী, যশোর, রাজশাহী ও কুমারখালি। এসব এলাকার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। আবহাওয়া অধিদফতর জানায়, এসব এলাকার তাপমাত্রাও আগামী ২৪ ঘণ্টায় কমে আসবে বেশ কিছুটা।