ওপেনার জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক শুরুতে তাণ্ডব চালালেন। এরপর দায়িত্ব বুঝে নিলেন আরেক ওপেনার অভিষেক পোরেল। আর শেষদিকে ত্রিস্তান স্টাবসের ঝড়ে ৮ উইকেটে ২২১ রানের পাহাড় গড়লো দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ জিততে হলে রাজস্থান রয়্যালসকে করতে হবে ২২২।
টস হেরে ব্যাট করতে নেমে ম্যাকগার্ক ২০ বলে ৭ চার আর ৩ ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস। এরপর অভিষেক পোরেল করেন ৩৬ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৬৫।
মাঝে বেশ কয়েকটি উইকেট হারিয়ে বসেছিল দিল্লি। তবে শেষদিকে ত্রিস্টান স্টাবস ২০ বলে ৩টি করে চার-ছক্কায় ৪১ রানের ইনিংস খেলে দিলে সহজেই দুইশর ওপর স্কোর গড়ে ফেলে রিশাভ পান্তের দল।
বোলারদের বেদম মার খাওয়া ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে নেন ৩টি উইকেট।