ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সাবেক পাটমন্ত্রীর পিএস গ্রেপ্তার

নভেম্বর ২০, ২০২৪
রাজনীতি
সাবেক পাটমন্ত্রীর পিএস গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএস) আফজাল কবিরকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে অভিজাত হোটেল দ্য কক্সটুডের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

পুলিশ সুপার জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের অভিজাত হোটেল ‘দ্য কক্সটুডেতে’ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কবিরকে গ্রেপ্তার করা হয়। তিনি রূপগঞ্জ থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি।’ 

তিনি আরও জানান, ‘কক্সবাজারে পরবর্তী কার্যক্রম শেষে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে’।

 

এনডিটিভি/এলএ