ঢাকা , শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

শান্ত-মুশফিক-হৃদয় খেলার পরও হার রাজশাহীর

ডিসেম্বর ১৭, ২০২৪
খেলাধুলা
শান্ত-মুশফিক-হৃদয় খেলার পরও হার রাজশাহীর

নিজস্ব প্রতিবেদক : নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম আর তাওহিদ হৃদয়-ইনজুরির কারণে জাতীয় দলের তিন তারকান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না।

অবশেষে চোট কাটিয়ে এনসিএল টি-টোয়েন্টি আসরের তৃতীয় রাউন্ডে মাঠে ফেরেন শান্ত। আঙুল আর গ্রোয়েন ইনজুরি কাটিয়ে আজ ১৭ ডিসেম্বর সেই রাজশাহী বিভাগের হয়ে খেলতে নামলেন মুশফিকুর রহিম আর তাওহিদ হৃদয়ও।

শান্ত তার ফেরার ম্যাচে ৫৪ বলে ৮০ করলেও পরের ম্যাচে ৬ রানে আউট হন। আজ ফিরলেন ৪ রানে। চোট কাটিয়ে ফেরা মুশফিক আর হৃদয় অবশ্য রান পেয়েছেন। এর মধ্যে অভিজ্ঞ ব্যাটার মুশফিক ৩০ বলে ৪৬ রান করেন। তাওহিদ হৃদয় পঞ্চাশ পেরিয়েও দলকে জেতাতে পারেননি।

চট্টগ্রামের অফস্পিনার নাইম হাসানের করা শেষ ওভারে রাজশাহীর দরকার ছিল ১৩ রানের। স্ট্রাইকে ছিলেন হৃদয়। ৩৬ বলে ফিপটি করার পর ৬ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৪৯ বলে ৬৯ রান করা হৃদয় শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ হন ডিপ মিডউইকেটে।

নাইমের সেই বলটি ছিল লো ফুলটস, সেটিও হৃদয় সীমানাছাড়া করতে পারেননি। পরের ৫ বলে ১৩ রান প্রয়োজন থাকা অবস্থায় দ্বিতীয় বলে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকান রাজশাহীর উইকেটরক্ষক প্রীতম কুমার ।

তৃতীয় বলটি ওয়াইড করে বসেন নাইম। তাতে হিসেব সহজ হয়ে যায় আরও। পরের ৪ বলে ৭ রান লাগে। কিন্তু প্রীতম, নিহাদউজ্জামান আর ফরহাদ রেজারা এই লক্ষ্যও পাড়ি দিতে পারেননি। চতুর্থ বলে রানআউট হন নিহাদউজ্জামান। পঞ্চম বলে ১ রান নেন শফিউল। শেষ বলে লাগে ৫ রান। ফরহাদ রেজা ব্যাটে বলেই করতে পারেননি।

ফলে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে তামিম ইকবালবিহীন চট্টগ্রাম। আগের ২ খেলায় রান করা তামিম ব্যক্তিগত কাজে দেশের বাইরে যাওয়ায় এ ম্যাচে খেলেননি।

তামিমের বদলে ম্যাচে ওপেন করেই ফিফটি উপহার দিয়েছেন মুমিনুল হক। বিপিএলে দল না পাওয়া মুমিনুল এবার এনসিএল টি-টোয়েন্টিতে বড় স্কোর গড়তে না পারলেও গড়পড়তা ২০-২৫ রান করে করছিলেন।

আর আজ রাজশাহীর বিপক্ষে এ বাঁহাতির ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৫২ (৩ ছক্কা ও ৫ বাউন্ডারি)। এছাড়া শাহাদাত হোসেন দিপু ১৫ বলে ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৩৫ এবং ইরফান শুক্কুর ২৯ বলে ৫৪ আর অফস্পিনার নাইম হাসান ১০ বলে ২০ রানে অপরাজিত থাকলে চট্টগ্রাম বিভাগের রান গিয়ে ঠেকে ১৯৮-এ।

জবাবে অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটার নাজমুল হোসেন শান্ত ৪ রানে আউট হন। তরুণ ও ইনফর্ম ওপেনার হাবিবুর রহমান সোহান ২০ বলে ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৩৯ করে শুরুর ধাক্কা সামলে দেন।

এরপর অভিজ্ঞ মুশফিক আর হৃদয় খেলা ধরে ফেলেছিলেন। মুশফিক ৩১ বলে ২ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৪৬ করে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন। কিন্তু হৃদয় অপর প্রান্তে শেষ ওভার পর্যন্ত উইকেটে থেকেও রাজশাহীকে জেতাতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম: ২০ ওভারে ১৯৮/৭ (মুমিনুল হক ৫২, মাহমুদুল হাসান জয় ১১, শাহাদাত হোসেন দিপু ৩৫, ইরফান শুক্কুর ৫৪, ইয়াসির আলী ১২, নাইম হাসান ২০; সাব্বির হোসেন ৩/২১, শফিউল, শফিকুল ও শান্ত একটি করে উইকট)।
রাজশাহী: ২০ ওভারে ১৯৪/৭ (নাজমুল শান্ত ৪, হাবিবুর রহমান সোহান ৩৯, সাব্বির ১৩, তাওহিদ হৃদয় ৬৯, মুশফিকুর রহিম ৪৬; আহমেদ শরীফ ৩/৩৮, নাইম হাসান ২/২৫, ইরফান ১/৪০)
ফল: চট্টগ্রাম ৪ রানে জয়ী।

এনডিটিভিবিডি/১৭ডিসেম্বর/এএ