ঢাকা , শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

শঙ্কা কাটিয়ে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট

জানুয়ারী ২৭, ২০২৫
খেলাধুলা
শঙ্কা কাটিয়ে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহখানেক ধরে আলোচনায় দেশের ক্লাব ক্রিকেট। এর বড় কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্লাবগুলোর গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব করেছিল। যেখানে ক্লাবগুলোর প্রতিনিধি সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব করা হয়। আর এর প্রতিবাদ করে লিগ বর্জন করেছিল ঢাকার ক্লাবগুলো।

ফলে নির্ধারিত সময়ে শুরু হয়নি প্রথম বিভাগ ক্রিকেট লিগ। একই কারণে প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিতাও হয়নি। গেল শনিবার বিসিবির বোর্ড মিটিং ছিল যেখানে আলোচনা হয়েছে এই ইস্যুতেও।

এ ইস্যু নিয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম। সেখানে ফাহিমের নেতৃত্বে ওই গঠনতন্ত্র কমিটি স্থগিত ঘোষণা করে বিসিবি।

সেই সিদ্ধান্তের পর একদিন বিরিতি দিয়ে আজ সোমবার দুপুরে বিসিবি কার্যালয়ে আসেন ঢাকার সব ক্লাব কর্মকর্তারা। পরে বৈঠক শেষে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘সিদ্ধান্তটা হচ্ছে আমরা লিগটা শুরু করছি। কালকে (মঙ্গলবার) ট্রফি উন্মোচন হবে। আম্পায়ারস ব্রিফিং যেটা হয় ক্যাপ্টেন্স এন্ড ম্যানেজারদের জন্য সেটিও হবে। বৃহস্পতিবার ৩০ তারিখ (জানুয়ারি) লিগ শুরু হবে।’

সালাউদ্দিন আরও বলেন, ‘আমাদের যেহেতু সময়ের স্বল্পতা আছে। প্রিমিয়ার ডিভিশন ও কোয়ালিফাইং আছে, এটা নিয়ে আলোচনা হয়েছে। এটা কোনও সভা না, মতবিনিময়।'

আগামী মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর কথা জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমরা সাধারণত বিপিএলের সময়টায় প্রথম বিভাগ আয়োজন করি। বিপিএল শেষ হতে হতে প্রথম বিভাগ শেষ হয়ে যায়, বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করি। এবার বিপিএলের সূচি একটু এগিয়ে আসায় আর প্রথম বিভাগ একটু দেরিতে শুরু হওয়ায় প্রিমিয়ার লিগ সময় মতো শুরু করতে পারছি না, একটু পিছিয়ে যাচ্ছে।'

'আমাদের একটা পরিকল্পনা আছে নির্দিষ্ট সময়ে প্রিমিয়ার লিগ শুরু করতে চাই, তখন দুইটা লিগ একসঙ্গে চলবে। প্রথম বিভাগ চলবে, প্রিমিয়ার লিগও চলবে। শুরুর সম্ভাব্য সময় ফেব্রুয়ারির শেষে, যেহেতু ফেব্রুয়ারি ২৮ দিনের, তখন হয়তো ১ মার্চ শুরু হতে পারে। সেটা চূড়ান্ত করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রিমিয়ারে ওঠা দলগুলোর সঙ্গে বৈঠকে বসার পর।’-যোগ করেন তিনি।

এনডিটিভিবিডি/২৭জানুয়ারি/এএ

 

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ