ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

স্পিনারদের সাফল্য, মুশতাককে সব ক্রেডিট দিতে চান না শান্ত

Jul ১৬, ২০২৪
খেলাধুলা
স্পিনারদের সাফল্য, মুশতাককে সব ক্রেডিট দিতে চান না শান্ত

স্পোর্টস ডেস্ক :  গেল এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হয়ে এসেছিলেন মুশতাক আহমেদ। সে সময়ই জানা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। পরে বিশ্বকাপে লেগ স্পিনার রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে প্রশংসা পান মুশতাকও। বিসিবি অবশ্য চেয়েছিল এই কোচকে রেখে দিতে, তবে ইতোমধ্যে ইংল্যান্ড যুব দলের দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি এই ক্রিকেটার।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য রিশাদের ভালো করায় মুশতাককে একা ক্রেডিট দিতে চান না। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, 'হ্যাঁ অবশ্যই উনি খুবই ভালো কাজ করেছেন। আমি জানি না বোর্ডের সাথে কি ধরনের চুক্তি ছিল সম্ভবত বিশ্বকাপ পর্যন্তই ছিল আমি যতটুকু জানি। দারুণ কাজ করেছেন রিশাদ খুবই কম্ফোর্টেবল ছিল বাকি স্পিনাররাও কম্ফোর্টেবল ছিল। কিন্তু আমি শুধু মুশতাক আহমেদকে ক্রেডিট দিতে চাই না। রিশাদ কিন্তু তার আগে থেকে আমাদের লোকাল যে কোচ আছে কোচিং স্টাফ আছে তাদের কাছে কোচিং নিচ্ছিল।'

মুশতাকের পাশাপাশি দেশি কোচদের ভূমিকা ছিল রিশাদের ভালো করায় এমনটা মনে করেন শান্ত, 'আমি মনে করি মুশতাক আহমেদ যিনি ছিলেন উনার যে কোচিং অভিজ্ঞতা অনেক বছরের। উনি বিশ্বকাপ জিতেছেন, উনি বিশ্বকাপ উইনিং টিমের কোচ ছিলেন ওই অভিজ্ঞতাগুলো রিশাদের সাথে শেয়ার করেছেন। প্রাকটিক্যাল কিছু বিষয় শেয়ার করেছেন যার রিশাদকে অনেক হেল্প করেছে। বাট টেকনিক্যালি যদি বলেন লোকাল কোচের অনেক বড় একটা ভূমিকা ছিল।'

শান্ত আরও বলেন, 'মোটিভেটেড করা তার কোন জায়গায় ল্যাকিংস ছিল এ বিষয়গুলো আমার মনে হয় লোকাল কোচের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম ছিলেন। আরও বেশ কিছু কোচ ছিলেন যারা রিশাদের সাথে কাজ করেছেন। দু-জনকে ক্রেডিট দেয়া উচিত লোকাল এবং যিনি ছিলেন। ভালো কাজ করেছেন ওনি, তো আমার মনে হয় বিসিবি সিদ্ধান্ত নিবে কোন কোচিং গ্রুপ বা কোন কোচ আমাদের জন্য বেটার হবে বিসিবি সব সময় আমাদের ভালো চিন্তা করেন।'
এনডিটিভিবিডি/১৬জুলাই/এএ