ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

শুরু হলো ভোট গণনা

জানুয়ারী ০৭, ২০২৪
বাংলাদেশ
শুরু হলো ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক: কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হলো দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল আটটা থেকে বিকেলে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দেশের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে ভোট গণনার কাজ শুরু হয়েছে।

ভোট দেখতে আসা যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভোটের সার্বিক পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তারা বলেন, সাত আটটি ভোট কেন্দ্র পরিদর্শন করে এতো ভোটারের উপস্থিতি ও ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ দেখে বাংলাদেশের নির্বাচন নিয়ে খুবই সন্তুষ্ট এবং ভীষণ আশাবাদী। রাজধানীর বাইরে ৪০ থেকে ৭০ শতাংশ ভোটারের উপস্থিতি দেখে বাংলাদেশ সরকারের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন তারা। বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন বলেও জানান যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের পর্যবেক্ষক দল।

দুপুরে ইসি সচিব এক ব্রিফিংয়ে জানান, বিকেল তিনটা পর্যন্ত দেশের আট বিভাগে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ, বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।

ইসি সচিব জানান, সকাল থেকে ভোটগ্রহণ চলাকালে জালভোট দেওয়া ও ভাঙচুরের কারণে দেশের সাতটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এসময় এক জনের প্রাণহানী ঘটেছে। আটক করা হয়েছে ১৫ জনকে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার ঘটনা নাই। তিনি বলেন, ১৫ ব্যক্তি জাল ভোটে সহায়তা করার তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ যারা জাল ভোট দিতে গেছেন তারাও রয়েছেন।

ইসি সচিব বলেন, বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনায় কোথাও আমাদের পুলিশের গাড়িতে ইট মেরে গ্লাস ভাঙা হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককলেট বিস্ফোরণ হয়েছে। বিষয়গুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে আমরা পেরেছি। দেশের ৪৪ নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল ভোটে অংশ নিয়েছে। বিএনপিসহ সমমনা ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। স্বতন্ত্র এক প্রার্থীর মৃত্যুতে এক আসনে ভোট স্থগিত করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৫৮২ জন। নির্বাচনে অংশ নিয়েছেন মোট এক হাজার ৮৯৫ প্রার্থী। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩৮২ জন।

এনডিটিভিবিডি/০৭জানুয়ারি