ঢাকা , বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

টানা ৬ ম্যাচ খেলে সবগুলোই জিতল আর্সেনাল

ফেব্রুয়ারী ২৫, ২০২৪
খেলাধুলা
টানা ৬ ম্যাচ খেলে সবগুলোই জিতল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামার আগে চলতি বছরে টানা পাঁচ ম্যাচ খেলে সবকটিতে অপরাজিত ছিল আর্সেনাল। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে জয়ের ‘ডাবল হ্যাটট্রিক’ তুলে নিয়েছে আর্সেনাল। 

চলতি বছর লিগে এ পর্যন্ত ৬ ম্যাচ খেলে সবগুলোই জিতল আর্সেনাল। এই ৬ ম্যাচে ২৫ গোল করেছে আর্সেনাল । সমান ২৬টি করে ম্যাচ খেলে লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে, ম্যানচেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে, ৫৮ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল।

ম্যাচে আধিপত্য বিস্তার করে অষ্টাদশ মিনিটেই প্রথম গোলের দেখা পায় আর্সেনাল। তবে সেটা প্রতিপক্ষের বদৌলতে। ১৮ মিনিটে আত্মঘাতী গোল করেন সভেন বোটমান। এর ৬ মিনিট পর দারুণ ফিনিশিংয়ে গোল করেন কাই হাভার্টজ। বিরতির পর নেমেও একই ধারা বজায় রেখে ৬৫ মিনিটে দলকে তৃতীয় গোল এনে দেন ‘গানার্স’ অধিনায়ক বুকায়ো সাকা। এর ৪ মিনিট পর গোল উৎসবে যোগ দেন জ্যাকুব কিউই। ৬৯ মিনিটে লিড ৪-০ করেন কিউই। নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে নিউক্যাসলের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জো উইলকের।