ঢাকা , শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের রাজা সিনার

জানুয়ারী ২৬, ২০২৫
খেলাধুলা
টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের রাজা সিনার

নিজস্ব প্রতিবেদক : টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন ইয়ানিক সিনার। মেলবোর্নে রোববার ইতালিয়ান এই টেনিস তারকা ৬-৩, ৭-৬ (৪), ৬-৩ গেমে হারিয়েছেন বিশ্বের নাম্বার-টু জার্মানির আলেকজান্ডার জভেরেভকে।

সিনারের এই জয় ইতালির টেনিস ইতিহাসে বড় এক মাইলফলক গড়ে দিলো। প্রথম ইতালিয়ান টেনিস খেলোয়াড় হিসেবে তিনটি মেজর শিরোপা জিতলেন সিনার। পেছনে ফেললেন নিকোলা পিট্রানগেলির রেকর্ড।

শুধু তাই নয়, সিনার এখন নাম লিখিয়েছেন টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি, রজার ফেদেরার এবং নোভাক জকোভিচের সঙ্গে। একুশ শতকে টানা দুটি অস্ট্রেলিয়ান ওপেন জেতার কীর্তি আছে কেবল তাদেরই।

কপাল খারাপ জভেরেভের। জার্মান টেনিস তারকা ক্যারিয়ারের প্রথম তিনটি গ্র্যান্ড স্লামের ফাইনালেই হারলেন। এর আগে তিনি হেরেছেন ২০২০ সালের ইউএস ওপেন আর ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে।

অন্যদিকে ইতালির ২৩ বছর বয়সী তারকা সিনার টেনিসের উন্মুক্ত যুগে অষ্টম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামে ক্যারিয়ারের প্রথম তিন বা এর চেয়ে বেশি ফাইনাল খেলে সব কটিতেই জিতলেন। এদিক থেকে সবচেয়ে এগিয়ে কিংবদন্তি রজার ফেদেরার। সুইজারল্যান্ডের সাবেক খেলোয়াড় গ্র্যান্ড স্লামে নিজের প্রথম সাতটি ফাইনালেই জিতেছিলেন।

এনডিটিভিবিডি/২৬জানুয়ারি/এএ

 

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ