ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

তারেক রহমানের সঙ্গে আইনজীবী নেতাদের বৈঠক

ফেব্রুয়ারী ১৭, ২০২৪
রাজনীতি
তারেক রহমানের সঙ্গে আইনজীবী নেতাদের বৈঠক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থি আইনজীবী নেতারা বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এ বৈঠক শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান।

এছাড়া বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি বদরুদ্দোজা বাদল, জব্বার ভূঁইয়া ও খোরশেদ মিয়া আলম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা মীর হেলাল প্রমুখ উপস্থিত রয়েছেন।