মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে থানাভিত্তিক মোটরবাইক প্যাট্রোলিং কার্যক্রম চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ সদর দপ্তর থেকে সরবরাহ করা ৪০টি নতুন মোটরসাইকেল এবং পূর্বের ৬০টি মোটরসাইকেল সহ মোট ১০০টি মোটরসাইকেল নিয়ে গঠিত এই প্যাট্রোল টিম শহরের বিভিন্ন থানা এলাকায় টহল দেবে। সিএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে কমিশনার হাসিব আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কমিশনার হাসিব আজিজ বলেন, “প্রতি প্যাট্রোলে দুটি মোটরসাইকেলে চারজন করে পুলিশ সদস্য থাকবেন, যারা দ্রুততার সাথে ছিনতাইসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণ, ৯৯৯ কলসহ জরুরি সেবায় সাড়া দিতে সক্ষম হবেন।” প্যাট্রোল টিমকে পেশাদারিত্ব বজায় রেখে সেবা প্রদানের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে বিভিন্ন থানা এলাকায় পরীক্ষামূলক প্যাট্রোলিং কার্যক্রম পরিচালিত হলে জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যায়, যা থেকে অনুপ্রাণিত হয়ে এই স্থায়ী প্যাট্রোলিং কার্যক্রম চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (পরিবহন) মোহাম্মদ সালাম কবির সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমপির এই পদক্ষেপ নগরীর নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
এনডিটিভি/এলএ