ঢাকা , সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

তৃতীয় টি-২০ :পাওয়ার প্লেতে বিধ্বংসী ভারত

অক্টোবর ১২, ২০২৪
খেলাধুলা
তৃতীয় টি-২০ :পাওয়ার প্লেতে বিধ্বংসী ভারত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে টানা দুই ম্যাচে হারিয়ে সিরিজ জয়ের পর হোয়াইটওয়াশ করার ম্যাচেও বিধ্বংসী শুরু করেছে ভারত। পাওয়ার প্লের ৬ ওভারে তারা তুলেছে ১ উইকেটে ৮২ রান। স্যামসন ১৯ বলে ৩৭ আর সূর্যকুমার ১৩ বলে ৩৫ রানে অপরাজিত আছেন।

হায়দরাবাদে মাহমুদউল্লাহর বিদায়ী টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। অফস্পিনার শেখ মেহেদিকে দিয়ে বোলিং উদ্বোধন করেন নাজমুল হোসেন শান্ত। মেহেদি প্রথম ওভারে দেন ৭ রান।

তবে পরের ওভারে উদারহস্তে রান বিলিয়েছেন তাসকিন আহমেদ। তাকে টানা চারটি বাউন্ডারি হাঁকান সঞ্জু স্যামসন।

তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিব এসে তুলে নেন অভিষেক শর্মাকে। পুল করতে গিয়ে মিডউইকেটে শেখ মেহেদির দারুণ ক্যাচ হন ভারতীয় ওপেনার (৪ বলে ৪)।
কিন্তু এরপর সঞ্জু স্যামসন আর সূর্যকুমার যাদব চালিয়ে খেলতে থাকেন।

এনডিটিভিবিডি/১২অক্টোবর/এএ