নিজস্ব প্রতিবেদক: প্রথম দুই ম্যাচ হেরে সুপার এইট থেকে যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে কোন দুটি দল সেমিতে উঠবে, সে লড়াই এখনও বিদ্যমান।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ ইংল্যান্ডের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। শুধু জিতলেই হবে না, প্রয়োজনীয় রানরেটও অর্জন করে নিতে হবে আজ জস বাটলারের দলের।
অন্যদিকে গ্রুপ পর্বে যেভাবে পারফরম্যান্স দেখিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা, সুপার এইটে তার ছিটেফোটাও দেখাতে পারেনি। শেষ ম্যাচটি তাই তাদের নিজেদের প্রমাণ করার মিশন যে, সুপার এইটে তারা এমনি এমনি উঠে আসেনি।
এমন পরিস্থিতিতে আজ ব্রিজটাউনের কেনসিংটন ওভালে মুখোমুখি হচ্ছে দুই দেশ। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়ে গেলো। টস জিতলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন যুক্তরাষ্ট্রকে।
ইংল্যান্ড দলে একটি পরিবর্তন আনা হয়েছে। মার্ক উডের পরিবর্তে নেয়া হয়েছে ক্রিস জর্ডানকে। যুক্তরাষ্ট্রের একাদশে কোনে পরিবর্তন আনা হয়নি।
স্টিভেন টেলর, আন্দ্রিস গউস (উইকেটরক্ষক), নিতিশ কুমার, অ্যারোন জোন্স (অধিনায়ক), কোরি এন্ডারসন, মিলিন্ড কুমার, হার্মিত সিং, নসথাস কেনজিঙ্গে, স্যাডলি ফন স্কালউইক, আলি খান এবং সৌরভ নেত্রভাকার।
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেরক্ষক), জনি বেয়ারেস্ট, মইন আলি, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফরা আরচার, আদিল রশিদ, রিসি টপলি।
এনডিটিভিবিডি/২৩জুন/এএ