ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

টুঙ্গিপাড়ায় পৌঁছেই বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডিসেম্বর ৩০, ২০২৩
রাজনীতি
টুঙ্গিপাড়ায় পৌঁছেই বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    নিজেস্ব প্রতিবেদক: নির্বাচনি সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে টুঙ্গিপাড়ায় পৌঁছেই সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা জানান তিনি।


    এরআগে শুক্রবার বেলা তিনটার দিকে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বরিশালে নির্বাচনি জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সড়কপথে রাতে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে আছেন ছোটবোন শেখ রেহানাও।


    রাতে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন জাতির পিতার পরিবারের সদস্যরা। পরে, সমবেত সবাইকে নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।


    শনিবার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ আসনে নির্ধারিত প্রচার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।


    শনিবার দুপুরের আগেই টুঙ্গিপাড়া এবং কোটালিপাড়ায় দুটি আলাদা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি। বিকেলে মাদারীপুরের জনসভায় যোগদান শেষে সড়কপথেই ঢাকা ফেরার কথা তার।


    (এনডিটিভি/৩০ ডিসেম্বর/এসএন)