নিজস্ব প্রতিবেদক : বক্সিং ডে টেস্টের প্রথম দিনে আফগানিস্তানকে রীতিমতো শাসনই করেছে জিম্বাবুয়ে। ৪ উইকেটে ৩৬৩ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ক্রেইগ এরভাইনের দল। ব্যাটন চালিয়ে আফগান বোলারদের বলতে গেলে একাই নিয়্ন্ত্রণ করেছেন শন উইলিয়ামস। ১৪৫ রানে অপরাজিত আছেন এই অভিজ্ঞ ব্যাটার।
আজ বৃহস্পতিবার বুলাওয়োতে টস জিতে ব্যাটিং নেওয়া জিম্বাবুয়েকে শুরুতেই ভালো সংগ্রহ এনে দেওয়ার আভাস দেন অভিষেক ব্যাটার বেন কারেন। অভিষেকেই হাঁকান ফিফটি। ৭৪ বলে ৬৮ রান করেন তিনি।
তিনে নামা তাকুদজওয়ানাশে কাইতানো করেন ১১৫ বলে ৪৬ রান। ৩৮ বলে ২৭ রান করেন ডিয়ন মেয়ার্স। ওপেনার জয়লর্ড গাম্বি বিদায় নেন ৩০ বলে ৯ রান করে।
১৪৫ রানের ইনিংস খেলার পথে ৯টি চার ও ৩টি ছক্কা হাঁকান উইলিয়ামস। তার সঙ্গে ৫৬ রান নিয়ে উইকেটে আছেন এরভাইন।
আফগানিস্তানের হয়ে ২ উইকেট শিকার করেন আল্লাহ গজনফার। ১টি করে উইকেট নেন নাভিদ জাদরান ও জহির খান।
এনডিটিভিবিডি/২৬ডিসেম্বর/এএ