নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারে ব্যস্ত সিনে তারকারাও। ঢাকায় যখন ধানমন্ডি, হাজারীবাগ ও নিউমার্কেট এলাকায় ভোট চাইছেন ফেরদৌস; তখন রাজশাহীতে ভোট চাইছেন অভিনেত্রী মাহিয়া মাহি।
টিকেট কেটে রূপালি পর্দায় যার নাচ দেখার জন্য এক সময় সিনেমা হলে গিয়েছেন, সেই অভিনেত্রী যখন চোখের সামনে ভোট চাইছেন, তখন তাকে ঘিরে একটু নাচ গান হতেই পারে।
তানোরের পাঁচন্দর ইউনিয়নের কইলবাজারে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অভিনেত্রী মাহিয়া মাহি তাই নির্বচনী প্রচারে নেমে সাওতালদের সঙ্গে নেচে ভোটারের মন জয়ে তৎপর।
আবার অভিনেত্রীকে সমানে পেয়ে এক নারী পা ধুয়ে দিচ্ছেন। রূপালী পর্দার মাহিকে আপন করে নিচ্ছেন তার নির্বাচনী এলাকার মানুষ। তবে এর মধ্যে শেকড় অভিনয়কে ভুলে যাবেন না বললেন মাহি।
রাজনীতির পাশাপাশি চলচ্চিত্রের কাজও করবেন। ভোটারের উদ্দেশে মাহি বলেন, কাউকে ভয়ের কোনো কারণ নেই। সাত তারিখে সবাই সাজুগুজু করে নতুন পোশাক পরে কেন্দ্রে গিয়ে ভোটটা দেবেন।
এদিকে ঢাকা ১০ আসনে নিজের প্রচারে ব্যস্ত চিত্রনায়ক ফেরদৌস। প্রিয় নায়ককে কাছে পেয়ে আবেগ আপ্লুত ধানমন্ডি, নিউমার্কেট ও হাজারিবাগ এলাকার মানুষ।
ফেরদৌসও বললেন, নির্বাচনী এলাকায় জয়ী হতে পারলে, দলের রাজনীতির পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যাবেন। তবে রূপলী পর্দা নয় আপাতত দুই তারকার মনোযোগ ভোটের মাঠে।
এনডিটিভিবিডি/৩১ ডিসেম্বর