ঢাকা , শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বিপ্লব ও একটি মৃত্যু

ডিসেম্বর ০২, ২০২৪
বিবিধ
বিপ্লব ও একটি মৃত্যু

বিপ্লব ও একটি মৃত্যু

সাইফুল ইসলাম

আজ মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে তোমার,জল্লাদের দল তোমাকে হত্যা করবে বলে চষে ফেলছে সারা জনপদ,

রিকয়েললেস রাইফেল হাতে প্যারাট্রুপারের সারি আকাশ থেকে নেমে পড়েছে এই প্রতিটা সৈকতে, পাহাড়ে।

জলপাই-ডুমুরের বাগান, নলখাগড়ার জঙ্গল তছনছ করে ফেলছে প্রশিক্ষিত এলসেশিয়ানের ঝাঁক, শহরের রাজপথে সারি সারি জলপাই রংয়ের ট্যাংক উৎসুক নল তাক করে চলছে চেঙ্গিস খানের ঘোড়ার মতন। 

তোমার মৃত্যুসংবাদ শুনবে বলে উন্মুখ হয়ে আছে জনপদের প্রতিটা বৃক্ষ, লতা আর মানুষ।

সব জেনে শুনেও

তুমি বসে রইলে পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা নদীটার ধারে তোমার কুটিরটার সামনে,

তোমার কোলে ঘুমিয়ে আছে তোমার কালো শিশু, তোমার মাথার ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছে অগুনতি শকুন আর  বাজপাখির দল।

হন্তারকেরা তোমাকে নিশানা করে ছুটে এলো তবু তুমি স্হির বসে রইলে

তুমি কিছু বললেনা, বললেনা কিছুই; 

কেবল মৃত্যু যখন তোমাকে কোলে তুলে নিলো

রক্তজবার মতো লাল চোখ তুলে সুনীল আকাশের দিকে তাকিয়ে একটি শব্দ উচ্চারণ করলে-'বিপ্লব....'