ঢাকা , শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

শুভ জন্মদিন শিশুসাহিত্যের ধ্রুবতারা শিবুকান্তি দাশ

ফেব্রুয়ারী ২০, ২০২৫
বিবিধ
শুভ জন্মদিন শিশুসাহিত্যের ধ্রুবতারা শিবুকান্তি দাশ

ধ্রুব’ অর্থাৎ স্থির বা অটল। রাতের আকাশে উত্তর দিকে বহু নক্ষত্রের মাঝে স্বমহিমায় জ্বলজ্বল করা একটি নক্ষত্র। যাকে আমরা ধ্রুবতারা বলে জানি। উজ্জ্বলতম ধ্রুবতারার মত শিশু সাহিত্যের অন্যতম এক নক্ষত্র শিবুকান্তি দাশ। তিনি ধ্রুবতারার মতো যেমন উজ্জ্বল তেমনি এই অপার প্রকৃতির মত চির তরুণ। আমরা জানি চির তরুণ মানুষগুলো ভীষণ সুন্দর হয়। বয়সের ছাপ তাদের চিন্তা ভাবনাকে ভেদ করতে পারে না। তাইতো চির তরুণ কবি ও শিশু সাহিত্যিক শিবুকান্তি দাশ ৮০ দশক থেকে অদ্যবধি লিখে চলেছেন অবিরত। জীবন বহু মোড় নিলেও খেই হারাননি তিনি, এখনো তার কলম প্রাণচঞ্চল। লেখালেখির এই দীর্ঘ সময়ে শিশু সাহিত্যের বহু শাখায় বিচরণ করেছেন তিনি। ছড়া চর্চা দিয়ে সাহিত্য শুরু করলেও ছড়ার গণ্ডি পেরিয়ে লিখেছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কিশোর কবিতা। তার সাহিত্যে কোন বিষয়টি ফুটে উঠেনি তা বলা মুশকিল। গ্রাম বাংলার রূপ প্রকৃতি, মুক্তির সংগ্রাম, সাধারণ মানুষের জীবন প্রবাহ, কিশোর বালকের দুরন্ত মন তার লেখায় বারবার অকপটে ফুটে উঠেছে। কেবলই শিশুমানস, শিশুজগৎ, শিশু কল্পনাকে ধারণ করে বহু বিচিত্র রচনা সম্ভারে সমৃদ্ধ করেছে তিনি বাংলা শিশুসাহিত্য। চিরায়ত রচনাভঙ্গি, ধ্রুপদ কাহিনী নির্মাণ এবং ক্লাসিকাল শিশুসাহিত্যের মর্মকে তিনি কর্মে রূপান্তর করেছেন। শিশুসাহিত্যের জন্য প্রয়োজন শক্তিমান ও সহানুভূতিশীল লোক, উৎকৃষ্ট সাহিত্য রস এবং সর্বোপরি চরিত্র গঠনের উপযুক্তনীতি বিন্যাস। নীতিকে শুষ্ক উপদেশে পর্যবসিত না করে আনন্দের মোড়কে মুড়ে দেয়া শিশুসাহিত্যিকের প্রধান কৃতিত্ব। তেমনই কৃতিত্বের, অধিকারী আমাদের প্রিয় শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ।

সদাহাস্যমুখ শিশু সাহিত্যিক ও কবি শিবুকান্তি দাশ ব্যক্তিগত জীবনে একজন সজ্জন মানুষ। আন্তরিক ভাবনা ও অভিনব সাহিত্যকর্মের মাধ্যমে ইতিমধ্যে অসংখ্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। বর্তমানে তার বইয়ের সংখ্যা প্রায় ৩৫টি। শিশু সাহিত্যকে এতটা সমৃদ্ধতা দিয়েও মানুষটি সব সময় নিভৃতে নীরবে থাকতে পছন্দ করেন। তার উল্লেখ্যযোগ্য বইগুলো হচ্ছে- কিশোর কবিতাগ্রন্থ  ‘চলবো আমি আমার মতো’,‘রোদের কণা রুপোর সিকি, মাঠ পেরুলেই বাড়ি, আমি নাকি দুষ্টু ভীষণ। গল্প গ্রন্থ, জলপাই রঙের গাড়ি, ব্যাঙ ছানার সর্দি, পরীর পাহাড় রহস্য, রানীপুকুরের দুষ্টু ভূত। 

কিশোর উপন্যাসগ্রন্থ, ‘যুদ্ধদিনের গল্প, আমাদের গুডবয়, রঙিন মেঘের ভেলা, ছড়াগ্রন্থ ‘লাল নীল ঘুড়ি ও ‘একটি ছড়া আঁকব বলে’। 

প্রবন্ধের বই ‘গল্পে গল্পে বাংলাদেশ, ছোটদের আবৃত্তির ছড়া-কবিতার সংকলন ‘আমাদের ছুটি আজ’, জাতির জনক বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া-কবিতাগ্রন্থ ‘বুকের ভেতর বঙ্গবন্ধু’  ও ‘আমার বঙ্গবন্ধু আমার স্বাধীনতা’।

তিনি সম্পাদনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যগ্রন্থ‘ যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’, আলোকের এই ঝরণাধারা ও  গল্প সংকলন ‘রাজকুমারি পরি ও ভূতের গল্প’। 

এবার অমর একুশে বইমেলায় শিবুকান্তি দাশের ছোট গল্পের বই ‘বিজ্ঞানী দাদু ও গোয়েন্দা অপু’ নিয়ে এসেছে ছোটদের জনপ্রিয় প্রকাশনা সংস্থা ‘শিশুপ্রকাশ’। বইটিতে রয়েছে ১৮ টি মজার গল্প । আমাদের কামনা তার পূর্বের সকল বইয়ের মত এটিও ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করবে। তার সম্পাদিত অনিয়মিত ছোট কাগজ ‘এলোমেলো’ও ‘চিরকুট’। 

লেখালেখির জন্য ‘অগ্রণী ব্যাংক- শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (২০১৭), এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার ( ২০০৭) ও অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার (২০১৩) লাভ করেছেন তিনি। শিবুকান্তি দাশের জন্ম ১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারী, চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী  গ্রামের খাস্তগীর পাড়ায়। পিতা স্বর্গীয় ননী গোপাল দাশ ও মাতা অমিয় বালা দাশ। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। পেশায় সাংবাদিক। তিনি লেখালেখি সাংবাদিকতার পাশাপাশি চট্টগ্রাম ও ঢাকায় নানা প্রতিষ্ঠানের সাথে জড়িত। বাংলা একাডেমী , জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম সমিতি-ঢাকার সদস্য। পটিয়া আইন কলেজ ও পটিয়া আর্ট স্কুলের উদ্দ্যেক্তা প্রতিষ্ঠাতা। চিটাগাং জার্নালিস্ট ফোরাম - ঢাকার প্রতিষ্ঠাতা সংগঠক ও পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র সাধারন সম্পাদক। শিবুকান্তি দাশের হাত ধরে সমৃদ্ধ হয়েছে সাহিত্য-সংস্কৃতির নানা প্রাঙ্গন। বিশেষ করে বাংলা শিশুসাহিত্যকে বিবেচনায় রেখে বললে শিবুকান্তি দাশের সৃষ্টি অনন্য। তিনি লেখনীর মাধ্যমে ছোটদের মন জয় করেছেন এমন শিশুসাহিত্যিক। 

তিনি লিখেছেন - 

তোমরা আমায় যা খুশি তা ভাবো 

আমি হব উদার নদীর মতো 

আকাশ হয়ে বিশ্ব রাখব ঢেকে 

তোমরা আমায় আটকাবে আর কত।

(চলবো আমি আমার মত)

প্রিয় শিবুকান্তি দাশ আমরা জানি আপনি অদম্য। আমরা আপনাকে আটকাবো না। আপনি চলতে থাকুন আপনার মত। যেমনটি আপনি চেয়েছেন আপনার 'নানা রকম ভাবনা' কবিতায়-

কোথায় আকাশ কোথায় পাতাল কোথায় পাহাড় নদী

ভাবতে ভাবতে জীবন তরী বইছে নিরবধি 

পায়নি আজো শেষ ঠিকানা অজানা পথঘাট 

দু'চোখ মেলে দেখছি আজো পড়ছি ধারাপাঠ। 

আজ ২১ ফেব্রুয়ারি তার শুভ জন্মদিন। বয়সের সংখ্যা ৫৪ পেরিয়ে ৫৫ তে পদার্পণ করেছে। আমরা জানি বয়স একটি সংখ্যা মাত্র। শিবুকান্তি  দাশ আমাদের কাছে চির তরুণ হয়ে থাকবে। ধ্রুবতারা হয়ে জ্বলতে থাকবে শিশু সাহিত্যের আকাশে। এই শুভ দিনে আমাদের প্রত্যাশা তিনি সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের উপহার দিয়ে যাবেন আরো আরো চমৎকার গল্প, কবিতা, উপন্যাস।

 

বাসু দেব নাথ

লেখক, গণমাধ্যমকর্মী ও কবি