ঢাকা , শুক্রবার, মে ২, ২০২৫

প্রবীণ বিষয়ক বই “প্রবীণ ডায়েরি” এর মোড়ক উন্মোচন

এপ্রিল ২৬, ২০২৫
বিবিধ
প্রবীণ বিষয়ক বই “প্রবীণ ডায়েরি” এর মোড়ক উন্মোচন

ডেস্ক রিপোর্ট:  রাজধানীর মানিক মিয়া এভিনিউর সেচ ভবনে প্রবীণ বিষয়ক বই “প্রবীণ ডায়েরি” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা সাহিত্য জগতে প্রবীণ সাহিত্য নামে একটি নুতন ধারা সৃষ্টি ও প্রবীণ সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য আহ্বান জানান। 

অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) ক্যাডার অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কৃষিবিদ ড. রাধেশ্যাম সরকার লিখিত ’প্রবীণ ডায়েরি’ বইটির মোড়ক উন্মোচন করেন অবসরপ্রাপ্ত বরেন্য কৃষিবিদগন। প্রবীণ বিষয়ক লেখক ডক্টর রাধেশ্যাম সরকার বলেন, বার্ধক্যে মানুষ যত না কষ্ট পায়, তার চেয়ে বেশী কষ্ট পায় আপনজনের অযত্ন, অনাদর ও অবহেলায়। তিনি আরো বলেন, আপনজন কর্তৃক নির্যাতন, অবহেলা ও অযত্নে গল্প যেমন আছে তেমনি শ্রদ্ধা, ভালোবাসা ও ত্যাগের গল্পোও আছে। সেরকম চল্লিশটি বাছাইকৃত অনুগল্প নিয়ে ‘প্রবীণ ডায়েরি’ বইটি প্রকাশিত হলো। 

তিনি শুধু অকপটে লিখে গেছেন সত্য ঘটনা এবং আগামীতেও লিখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সাত জন মহাপরিচালকসহ প্রায় দুইশতাধিক অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) ক্যাডার অফিসার যোগদান করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।