ঢাকা , বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

আগে জুলাই গণহত্যার বিচার, তারপর ভাবুন আ. লীগ রাজনীতি করতে পারবে কিনা

জানুয়ারী ১৮, ২০২৫
বিবিধ
আগে জুলাই গণহত্যার বিচার, তারপর ভাবুন আ. লীগ রাজনীতি করতে পারবে কিনা

জুলাই গণহত্যার রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা হচ্ছে। এত সুশীলতা কি সত্যিই প্রয়োজন? ১৬ বছরে যাদের শিক্ষা হয়নি, তাদের আর কবে হবে? শহীদের আত্মত্যাগ কি শুধুই রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার জন্য?

যারা এই গণহত্যার জন্য দায়ী, তাদের পুনর্বাসনের চেষ্টা ভবিষ্যতে আরও ভয়ঙ্কর ফ্যাসিবাদের জন্ম দেবে। এদেশের মাটি লাল হয়েছে যে শহীদের রক্তে, সেই রক্তের বিচার না করে আওয়ামীলীগের রাজনীতি বা নির্বাচন নিয়ে আলোচনা করা কি নৈতিকতার বিপরীত নয়?

শুধু ক্ষমতার জন্য বা কাউকে ক্ষমতায় বসানোর জন্য দুই হাজার প্রাণ ঝরেনি। আগে সেই রক্তের বিচার হতে হবে- সেই বিচার, যা আমাদের ঘরে ঘরে ন্যায়বিচারের বার্তা দেবে। যা প্রমাণ করবে, এই দেশ শহীদের রক্তের মূল্য দিতে জানে। তারপর ভাবা যাবে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা বা নির্বাচন করার নৈতিক অধিকার রাখে কিনা।

এই অন্যায়ের রক্তাক্ত অধ্যায় মুছে ফেলতে হলে ন্যায়বিচারের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ফ্যাসিবাদের নতুন বীজ বুনতে দেওয়া যাবে না। এটা শুধু আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের নৈতিক কর্তব্য।

আগে বিচার, তারপর তাদের রাজনীতি বা নির্বাচন—এই নীতি থেকেই বাংলাদেশ বেঁচে উঠবে সত্যিকারের স্বাধীনতার আলোয়।

 

মো: তানজিম হোসাইন 

শিক্ষক ও সাংবাদিক