ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘটেছে। সোমবার বিকাল থেকে ওই পরীক্ষার্থী প্রেমিক নাঈমের বাড়িতে অবস্থান নিলেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর থেকে নাঈম পলাতক রয়েছে।
বিষয়টি জানার পর উৎসুক জনতা সেখানে ভিড় করতে থাকে। এক পর্যায়ে উপস্থিত লোকজন ওই শিক্ষার্থীকে প্রেমিকের বাড়িতে তুলে দেয়। এ সময় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যায় নাঈমের বাড়িতে হইচই শুনে তারা ছুটে আসে এবং মেয়েটির দাবীর বিষয়টি জানতে পারে। পরে উৎসুক জনতা মেয়েটিকে নাঈমের বাড়িতে রেখে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
বিয়ের দাবী করা ওই শিক্ষার্থী জানায়, তার বাড়ী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। সে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তিন বছর ধরে নাঈমের সাথে তার প্রেমের সম্পর্ক। সম্প্রতি নাঈম তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। সোমবারের গণিত পরীক্ষায় অংশগ্রহণ শেষে প্রেমিকের সাথে দেখা করতে চুয়াডাঙ্গায় আসে এবং এক পর্যায়ে জানতে পারে নাঈম অন্যত্র বিয়ে করতে যাচ্ছে।
প্রেমিকের অন্যত্র বিয়ের বিষয়টি জানার পর সে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসে বিয়ের দাবী করে। এ ঘটনার পর থেকে প্রেমিক আর বাড়ি ফিরে আসেনি, কিন্তু ওই শিক্ষার্থী তার দাবীতে অনড় ছিল।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। রাত ১০ টায় ওই শিক্ষার্থীকে থানা হেফাজতে নেয়া হয়েছে। থানায় নেয়ার পর তাকে প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।