ঢাকা , মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও

এপ্রিল ২২, ২০২৫
রাজনীতি
গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন স্বজন ও প্রতিবেশীরা। এ সময় তাদের ওপর বিএনপি সমর্থকরা হামলা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে থানা চত্বরে এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

এর আগে রোববার রাতে উপজেলার কল্যান্দী এলাকা থেকে ছাত্রলীগ নেতা সাগর হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সরকারি সফর আলী কলেজের ছাত্র।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, সাগর বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি৷ একটি ঋণখেলাপির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে তার নামে৷ তিনটি মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে গ্রেপ্তারের পর সকালে সাগরকে ছাড়িয়ে নিতে থানার সামনে জড়ো হন তার আত্মীয় ও প্রতিবেশী কয়েকজন নারী৷ পরে তারা সাগরকে নির্দোষ দাবি করে থানার সামনে বিক্ষোভ করেন।

এক পর্যায়ে থানার ফটক বন্ধ করে দেয় পুলিশ৷ কিছুক্ষণ পর স্থানীয় বিএনপি সমর্থক কয়েকজন নারী বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন৷ পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

সাগরের এক নারী আত্মীয় বলেন, আমরা কেবল থানায় গিয়ে জানতে চেয়েছি কোন মামলায় সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পুলিশ যখন তথ্য দিচ্ছিল না তখন বিক্ষোভ করি। থানার ওসি বিএনপির লোকজনকে খবর দিয়ে আমাদের ওপর হামলা করিয়েছে।

এ বিষয়ে ওসি এনায়েত হোসেন বলেন, ছাত্রলীগ নেতার স্বজনরা আক্রমণাত্মক হয়ে ওঠায় পুলিশ থানার গেইট বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেয়। তখন এলাকার কিছু বিএনপি ও ছাত্রদলের নারী কর্মী বিক্ষোভকারীদের ওপর চড়াও হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার মায়ের নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেয় পুলিশ৷ বাকিদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত আছে।

থানায় ছাত্রলীগ নেতার স্বজনদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এমনটা হলে আমি জানতাম। আমি এ বিষয়ে খোঁজ নেব। এমন কোনো ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।