নিজস্ব প্রতিবেদক : চেন্নাই টেস্ট খেলার সময় জাসপ্রিত বুমরাহর একটি বল সাকিব আল হাসানের আঙুলে লাগে। শুশ্রূষার দরকার হয়। তার পরে ব্যাটিং চালিয়ে গেলেও বোলিংয়ের সময় তিনি ব্যথা অনুভব করেন। এই অবস্থায় কানপুরে দ্বিতীয় টেস্টে কি খেলতে পারবেন সাকিব?
নির্বাচক হান্নান সরকার ভারতীয় গণমাধ্যমে জানালেন, চিকিৎসকেরা অনুমতি দিলে তবেই খেলানো হবে সাকিবকে। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।
হান্নান বলেন, ‘আমরা কাল (মঙ্গলবার) কানপুরে যাচ্ছি। আজ ছুটি। কানপুরে দুটো সেশন পাব। তার পরেই বোঝা যাবে সাকিবকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে কি না। এখনই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই।’
জাতীয় দলের অন্যতম নির্বাচক যোগ করেন, ‘এই দু’দিন সাকিব ফিজিওর পর্যবেক্ষণে থাকবে। মাঠে নামলে ফিজিওর প্রতিক্রিয়া পাওয়া যাবে। পরের ম্যাচের আগে সময় রয়েছে। তাই সাকিবকে দলে নেওয়ার আগে ভাবনাচিন্তার সময় হাতে থাকছে।’
চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২১ ওভার বল করেন সাকিব। যদিও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচের পর দাবি করেছেন, বাকিরা ভালো বল করছিলেন বলেই সাকিবকে দরকার পড়েনি। তারপরও নানা ধরনের আলোচনা হচ্ছে।
সাকিব কি চোট লুকিয়ে খেলতে নেমেছেন কিনা, সেই প্রশ্নও তুলেছেন ধারাভাষ্যকার হিসেবে ভারতে যাওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
এই প্রসঙ্গে হান্নান বলেন, ‘জানি সাকিবের চোট নিয়ে আলোচনা হচ্ছে। ম্যাচের আগে ওর কোনো চোট ছিল না। তবু অনেকে অনেক রকম জল্পনা তৈরি করছে। ম্যাচের আগে ও খেলার জন্য শতভাগ তৈরি ছিল। তাই এটাকে বড় চোট বলা যাবে না।’
এনডিটিভিবিডি/২৩সেপ্টেম্বর/এএ