নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৮৪ জনকে ফিজিওথেরাপি দিয়েছে যুক্তরাষ্ট্রের চিকিৎসক দল। এই চিকিৎসক দল আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পুনর্বাসন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সফররত যুক্তরাষ্ট্রের ৬ সদস্যের মেডিকেল টিম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এ সেবা দেন।
এর আগে ২৭ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত ছয় সদস্যের ফিজিও মেডিকেল টিম ১০০ রোগীকে পুনর্বাসন চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এসব রোগী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি রয়েছেন। বাংলাদেশি প্রতিষ্ঠান তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা কার্যক্রম চলছে।
আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই চিকিৎসক দল তাদের পুনর্বাসন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন। চিকিৎসক দলে রয়েছেন ডা. অ্যালেনা ব্যানসিভেনগো, ডা. স্টিফেন ওয়েট, ডা. মাউরিন কিং ডিলে, ডা. ক্রেগঅ্যামিনডন ফক্স, ডা. অ্যাশলে নিকোলি সাক্সে এবং ডা. মাইক ড্যানি ফাজ।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার মোট ৮৪ জন রোগীকে ৬টি গ্রুপে ভাগ করে ফিজিওথেরাপি প্রদান করা হয়েছে। এদের মধ্যে ‘এ’ ওয়ার্ডে ৪৩ জন, ‘বি’ ওয়ার্ডে ৩৯ জন এবং বিএসএমএমইউ থেকে আগত ২ জন রোগী রয়েছেন।
এনডিটিভিবিডি/৩০জানুয়ারি/এএ