আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি ট্রাকে বোমা হামলা হয়েছে। সোমবার স্থানীয় সময় সকালে এ হামলায় ৫ জন পুলিশ সদস্য নিহত এবং আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন| কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকালে প্রদেশের বাজাউর জেলায় পুলিশের একটি ট্রাককে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। পুলিশ সদস্যরা জেলায় পোলিও টিকাদানকারী দলকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন, এসময় তাদের লক্ষ্যবস্তু করা হয়।
ঘটনার পর, উদ্ধারকারী দলসহ পুলিশের বিশেষ দল এলাকায় পৌঁছেছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।
হামলার দায় কোনো গোষ্ঠী বা ব্যক্তি এখনও স্বীকার করেনি।
এনডিটিভিবিডি/০৮জানুয়ারি/এএ